আমি আমাকে ঘৃনা করি কারন - তোমায় অনেক
ভালোবাসি তা বোঝাতে পারি নি বলে ।
আমি আমায় ঘৃনা করি কারন - তোমার
হারিয়ে যাওয়াটা মেনে নিতে পারি নি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন - তোমায়
বিশ্বাস করেছিলাম বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন - তোমায়
আজো ভুলতে পারি নি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন - তোমায়
পাবো বলে এখনো অপেক্ষা করি ।
আমি আমাকে ঘৃনা করি কারন - তোমায়
হারিয়ে বেঁচে আছি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন -
তুমি না থাকলে আমি কিভাবে থাকবো সেইটা
আমি আমাকে ঘৃনা করি কারন - প্রতি টা সময়
তোমায় ভেবে কান্না করি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন - স্বার্থপর
না হয়ে তোমার
সাথে কাটানো স্মৃতি গুলো নিয়ে বেঁচে আছি ব
হাঁ আমি আমাকে ঘৃনা করি । অতীত
কে ভুলে সময়ের
সাথে তালমিলিয়ে চলতে পারি নি জানি পার
।
আসলেই আমি আমার জীবন কে ঘৃনা করি ...
No comments:
Post a Comment