Wednesday, January 29, 2014

তুমি নেই, তাতে কি?

তুমি নেই, তাতে কি?
পারফিউম বিহীন তোমার
শরীরের গন্ধ এখনও
আমার নাকের সামনে ভেসে
বেড়ায়।
তোমার ভালবাসা যত্ন করে
হৃদয়ের এক কোণে রেখে
দিয়েছি।
নিকটিন নামক বিষাক্ত
ধোয়া আমার দেহের ভিতর
চলাফেরা করছে মাএ
ক'দিন হল।
বিভিন্ন রকমের পানির
গন্ধে ঘর ভরে গেছে।
সেই গন্ধ গুলো এখনও
পেটের ভিতরে পিড়া দিচ্ছে।
কি আর করবো,
তুমি নেই তাই বলে আমাকে
সময় দেওয়ার
কি কেও নেই?
ওরাই আমাকে সময় দেয়…
আমার সত্যি কারের
ভালবাসা তোমার কাছে
সামান্য খেলা মাএ।
আর তোমার মিছে ভালবাসা
পাওয়ার আসা এখনও
ছারি নি..…
তোমাকে খুব ভালবাসি.. . .

No comments: