অনেক চেষ্টা করলাম ভুলে যেতে ,
অনেক চেষ্টা করেছিলাম ঘৃণা করতে ।
কিন্তু কেন জানি পারলাম না ।
নিজেকে ঘৃণা করতে পারি কিন্তু তাকে পারিনা!!!
কেন ??? জানিনা কেন এখনো এত কষ্ট দেয়ার পরও
তাকেই পাগলের মত ভালবাসি ।
হয়ত সত্যিকারের ভালবাসার পরিণাম এটাই !
অপেক্ষা আর অপেক্ষা । এমন একজনের জন্য
অপেক্ষা যে কিনা কোনদিনও আসবেনা ,
যে কিনা অন্যের এখন ।
আমি জানি আমি তাকে আর কোনদিনও পাবোনা
কিন্তু এটাও জানি তাকে ছাড়া বাঁচাও সম্ভব না ।
এতটা ভালবাসি যে আজীবন তার
অপেক্ষায় কাটিয়ে দিতে পারি !
তবুও চাই ভাল থাকুক সে ,
সব কষ্ট গুলো আমাকে দিয়ে থাকুক সে... . ..
No comments:
Post a Comment