ভালোবাসার প্রকারভেদ;
১.ধরা খাওয়া ভালোবাসাঃ এই
ভালোবাসায় প্রেমিক/
প্রেমিকা দুইদিন পর পর ...বাসায়
ধরা খায় , নাহলে রাস্তার মধ্যে বড়
ভাই, চাচা , মামার কাছে প্রেম
করতে গিয়া ধরা খায়।
রাতে মোবাইলে কথা বলতে গিয়েও
ধরা খায়। প্রেম হয় কম , ধরা খায়
বেশী।
২.এক পক্ষ ভালবাসাঃ এই ভালোবাসায়
ছেলে/মেয়ে , যেকোনো একজন
অন্যজনরে বহুদিন
ধরে ভালোবাসে কিন্তু অন্যজন
পাত্তা দেয় না।
৩.গোপন ভালোবাসাঃ এই
ভালোবাসা হয় গোপনে ... দুইজনের
ভাব দেইখা মনে হবে আমেরিকার
এফবিআই এজেন্ট। প্রেমিকা /
প্রেমিকা কয়েকবছর প্রেম করার
পরেও তাদের প্রেম গোপন থাকে সবার
কাছে।
৪.ডেটিং ভালোবাসাঃ এইখানে ভালোবাসা কম
হয় , ডেটিং হয় বেশী। ফ্ল্যাটে ,
নির্জন জায়গায় , চিপায় চাপায়
ডেটিং চলে।
৫.ব্যয়বহুল ভালোবাসাঃ এই
ভালোবাসার মধ্যে খরচ হয় বেশী।
দুইদিন পর পর গিফট
দিতে হয়,খাওয়াইতে হয় ,
ঘুরাইতে হয়।
৬.ঝগড়া ভালোবাসাঃ এইখানে ভালোবাসা কম ,
অতি তুচ্ছ কারনে ঝগড়া হয় বেশী।
বাসায় বিয়ের কথা চলতেছে /
মোবাইল রিসিভ করতে দেরী হইল
কেন , এই সব আজাইরা বিষয়
নিয়ে ঝগড়া হয়।
৭.ঝামেলা ভালোবাসাঃ এইখানে ঝামেলা বেশী হয়।
আপনার প্রেমিকারে অমুক
ছেলে ডিস্টার্ব করে , তমুক চোখ টিপ
মারে।
এইগুলা নিয়ে মারামারি করতে করতে প্রেম
করার সময় পাওয়া যায় না।
৮.ফেসবুক
ভালোবাসাঃ এইটা সবচেয়ে আরামের
ভালোবাসা। ফেসবুকে সকালে দিবেন
"ইন এ রিলেশনশিপ উইথ
হাংকি পাংকি"; বিকালে দিবেন
"কমপ্লিকেটেড"; রাতে দিবেন
"সিঙ্গেল"। ব্যস কাজ শেষ ...
৯.আসল ভালোবাসাঃ এখন আসল
ভালোবাসা বলতে কিছু নাই। আসল
ভালোবাসা এখন অবসরে আছে।
বিনা কারনে খোঁচাখুচি করে ডিস্টার্ব
করবেন না
No comments:
Post a Comment