Wednesday, February 19, 2014

আজ আমি বড় একা...

আজ আমি বড় একা...
তুমি কী জানো এখনো
আমি রাত জাগি?
তোমায় নিয়ে স্বপ্ন
দেখার জন্য নয়,
আমি রাত জাগি তোমার চলে
যাওয়ার দুঁখে।
ভাবছি চলে যাবো
অনেক দুর অজানায়
যেখানে কেউ
আমাকে খুঁজে পাবে
না।
কিন্তু কেনো জানি না
এই পৃথিবীর মানুষ গুলো
ছাড়ে না আমায়..
যেনে রেখো আমি
এখনো পথ চেয়ে থাকি
"তোমাকে পাওয়ার অপেক্ষায়"

No comments: