কষ্ট কি কেউ দেখেছ?
আমি দেখেছি, খুব কাছ থেকে।
গভীর ভাবে।
তিলে তিলে উপলব্ধি করেছি।
রাত ছাড়া যেমন দিন বুঝা যায়
না, তেমনি কষ্ট
ছাড়াও ভালোবাসা বুঝা যায়
না। তাই যত বেশী কষ্ট
পেয়েছি,
ভালোবেসেছি তত গভীরভাবে
কেউ কোন দিন বুঝতে পারেনি, কেউ কনদিন
বুঝতে চায়ও নি।
সবাই কষ্টকে ভয় পায়, আর
আমি কষ্টকে ভালোবাসি।
কারণ....
তোমাকে ভালোবেসে আমি ক্ষত বিক্ষত, তবুও
তোমাকেই ভালোবাসি....
No comments:
Post a Comment