Thursday, February 6, 2014

কেউ যদি অবহেলা করে :o

কেউ যদি অবহেলা করে,
তোমাকে দূরে সরিয়ে রাখে,
তখন তুমি তার কোন
প্রতিবাদ করো না,
বরং নিঃশব্দে দেখে যাও,
সে তোমাকে ছাড়া একা
চলতে পারে কিনা।
যদি সে সত্যিই তোমার
আপনজন হয়ে থাকে,
সে ফিরে আসবে,তার
ভুল বুঝতে পারবে।
আর যদি ফিরে না আসে,
জেনে নিও,
সে কখনোই তোমার ছিলো না।

No comments: